কে জানে জাল পেতে কে রাখল কবে !
হরিণী ; এবার ধরা দিতেই হবে !
আজো কি চপল নয়ন
সুদূরের স্বপন মগন |
সে স্বপন সফল হবে
  নিকটের হিয়ার নভে |
                     মৃগয়ার মায়া-কানন
                         মৃগ চায় আপনি বাঁধন
                           কে শিকার, শিকারী কে
                            কে বা তা চিনে ল’বে ||

সুর - কমল দাশগুপ্ত
শিল্পী - কানন দেবী
ছবি - যোগাযোগ, ১৯৪৩

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র