ছাদে যেওনাক, সেখানে আকাশ অনেক বড়,
সীমানা-হীন !
তারাদের চোখে এত জিজ্ঞাসা,--- স্বপন সব
হবে বিলীন |
তার চেয়ে এস বসি দুজনাতে, জানালা পাশে,
ওধারের ছোট গলিটিরে দেখি, --গ্যাসের আলো,
পড়েছে কেমন ফুটপাথটির ধারের ঘাসে,
শুনি নগরের মৃদু গুঞ্জন, লাগিবে ভালো |
তার পরে চাই তোমার নয়নে, তুমিও চেও ;
---ঘরের বাতিটি জ্বালা হয় নাই, আধো আঁধার |
যা দেখিব তার রাশ যেন সেথা কি রয়েছেও,
মনে হবে যেন চোখের সাগর, সেও অপার |
যদি খুশি হয়, কাছে সরে এসো, বাড়ায়ে হাত
হাতটি ধরিও, আর মাথাটিরে হেলায়ে দিও ;
সুবাসিত চুল, সেই হবে মোর গহন রাত,
কপালের টিপে পাব প্রিয়তম তারকাটিও |
নিকট পৃথিবী ঘিরে থাক, আর যা কিছু চেনা,
তাই দিয়ে রাখি শূন্য আকাশ আড়াল করি ;
মুহূর্তগুলি মন্থন করি উঠে যে ফেনা
তাহারি নেশায় সব সংশয় রব পাশরি’ |
সীমাহীন ধাধা ধূ-ধূ করে সখী উপরে নীচে,
রচ নীরন্ধ্র গাঢ় চেতনার ক্ষণিক নীড় ;
স্বপ্নহরণ মহাকাশ হোথা নিঃশ্বসিছে,
এই ক্ষণ-সুখ-প্রত্যয় তাই হোক নিবিড় |
ছাদে যেওনাক, সেখানে আকাশ অনেক বড়,
সীমানা-হীন |
তারাদের চোখে এত জিজ্ঞাসা,---স্বপন সব
হবে বিলীন ||
ছাদে যেওনাক - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1597