দরজা জানলা ভেজাও যত না
       আকাশই তোমায় খুঁজবে |
পাল্লা, সার্সি, ফাটলে, ফুটোয়,
       কত কাঁথা কানি গুঁজবে !
       উঁকি দেবে, দেবে, দেবেই,
       যতই ভাবো না কিছু নেই,
       একদিন ঠিক শিরায় শোণিতে
যেখানেই কেন রওনা হও না,
       ঘরেই নিজের ফিরবে !
তেপান্তরেও হারাতে চাইলে
       সেই দেয়ালেই ঘিরবে !
       ছাদে ঢাকা দেবে, দেবেই,
       যতই ভাবো না কিছু নেই,
       হেঁশেলে, গোয়ালে, আসরে, বাসরে,
               মামুলি ছক কে ছিঁড়বে ?

নিরুদ্দেশের পাল তুলে তবু
       নিজেরই সীমায় দুলবে,
যেখানেই কেন উধাও হও না,
       প্রাণ তার বেড়া তুলবে !
       বেড়া দেবে, দেবে, দেবেই,
       যতই ভাবো না কিছু নেই,
ছাড়া পেতে ছোটো যেখানে, খুঁটির
       বাঁধন কি ক’রে খুলবে ?         

যে-ঘাটেই কেন নোঙর ফেল না,
       সাগর তবুও ডাকবে |
তরী ছেড়ে যদি তরু হও তবু
       ঝোড়ো হাওয়া ডালে লাগবে !
       নাড়া দেবে, দেবে, দেবেই,
       যতই ভাবো না কিছু নেই,
       ফসলের জল ঢালে যে, সে-মেঘই
               মোহমুদ্গর হাঁকবে |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র