সব মেঘ সরে যায়
সব বৃষ্টি একদিন থামে |
প্রচণ্ড দিনের দাহ
  ভুলিয়ে দিতে অনিবার্য গাঢ় রাত্রি নামে |

জীবন তা বলে শুধু
  এই নিত্য দোল-খাওয়া
          ছন্দ মাত্র নয় |
নদীর মতন শুধু
          কেন দুটি তীরে বাঁধা
                 বয় না সময় !

যা দেখি যা জানি তার নিচে
প্রাণের খোদাই চলে
   মহামুক্তি মন্ত্র খোঁজা
         সংগোপন সত্তামূল বীজে |

জানি তাই গভীর গহনে
সময় প্রবাহ নয় শুধু |
আলো ছায়া দুঃখ সুখ
হৃদয়ের মেরু আর মরু—
   শুধু অনুভূতি নয়
           জীবনের লাভ আর ক্ষতির হিসাবে |
এক পিঠে এ সত্তার সময় বাহিত
    উদয়াস্ত ইতিহাস চলে,
অন্য পিঠে খুঁজে ফিরি
    নিজেকেই নিজের অতলে |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র