জীবন-শিয়রে বসি স্বপ্ন দেয় দোল---
ওরে ব্যর্থ ব্যথাতুর
সে মিথ্যায় মত্ত হয়ে সত্য তোর ভোল্ |
ব্যথিত শ্বাসের বাষ্পে ইন্দ্রধনু রচি’ ইন্দ্রজালে,
যদি সে মৃত্যুর মরু-মরীচিকা সৃজিয়া সাজালে,
অনন্ত মৌনতা মাঝে কাতর দরদী
এক কণা সুর লাগি এত করি সাধিল সে যদি
সৃষ্টির পাণ্ডুর ওষ্ঠে শীতল তিক্ততা,
অন্তরের নির্মম রিক্ততা,
ক্ষণিকের অপ্রচুর শীর্ণ শুষ্ক
হাসির ছলনা দিয়া রাখিতে আবরি,
এত সকাতর ব্যর্থ চেষ্টা যার,
শুধু তার সকরুণ প্রেমটিরে স্মরি
আজি তবে সযতনে হাস্য টানি ব্যথাম্লান মুখে
নিদারুণ কপট কৌতুকে
রঙীন বিষের পাত্র ওষ্ঠে তুলি ধরি
যাব পান করি |
অবিশ্বাসী প্রিয়ারেও অসঙ্কোচে দিব আলিঙ্গন,
যে অধর করিল বঞ্চনা, তাহারেও করিব চুম্বন |
যে আশার ম্লান দীপখানি
তিমির রাত্রির তীরে আতঙ্কে শিহরি
বহুক্ষণ নিভে গেছে জানি,
---তারি আলো আছে ,---করি ভান,
কন্টকিত লক্ষ্যহীন পথে, নিরুদ্দেশে করিব প্রয়াণ,
মিথ্যা অভিযান |
যে প্রেম জীবনে কভু মুঞ্জরে না তারি মৃতমূলে
সমস্ত জীবন-রস
নিঙারিয়া সঁপি দিব জ্ঞাতসারে ভুলে
মর্মগ্রন্থি খুলে |
ছল করি ভালোবাসি, জরা-শোক-জর্জরিত, মূল্যহীন এ মাটীর শখ,
আগ্নেয় আয়ুর দ্বীপে ক্ষণকাল তরে,
তার লাগি আয়োজিব মিথ্যা মহোত্সব |
যদিও সকল হাস্য-ফেনপুঞ্জ-তলে
জানি ক্ষুব্ধ ব্যথা সিন্ধু দোলে,
যদিও অশ্রুর মূল্যে কোন স্বর্গ মিলিবে না জানি,
হাসি অশ্রু উচ্ছলিত তবুও রঙীন,
এ বিস্বাদ জীবনের বিষ-পাত্রখানি
ওষ্ঠে তুলি ধরি,
নিঃশেষিয়া যাব পান করি,--
শুধু তার সযতন অনুরাগ স্মরি,
জীবন-শিয়রে বসি দোলা দেয় যে স্বপ্নসুন্দরী !
জীবন-শিয়রে বসি স্বপ্ন দেয় দোল - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Super User
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 465