কলকাতা বড় কিউবিক।

যেন পিকাশোর ইজেলে-তুলিতে

গর গরে রাগে ভাঙা।

 

কলকাতা সুররিয়ালিষ্ট।

যেন শাগালের নীলের লালের

গৃঢ় রহস্যে রাঙা।

 

কলকাতা বড় অস্থির।

যেন বেঠোফেন ঝড়ে খুঁজছেন।

সিমফনি কোনো শান্তির।

 

কলকাতা এক স্কাল্পচার।

রদাঁর বাটালি পাথরে কাটছে

পেশল-প্রাণের কান্তি।

Purnendu Patri ।। পূর্ণেন্দু পত্রী