লেনিন শুধু লেনিন বলে লোকে
যেন তাদের বুক জুড়ে আজ লেনিন ;
যেন সুখে দুঃখে তাদের লেনিন---
সে ছাড়া আর এত কাছের কে ?
লেনিন শুধু লেনিন বলে লোকে।
দূরে ভাই, কাছের ভাই, ভাই
তবু লেনিন ; যতই দূরে থাকে
লেনিন শুধু লেনিন বলে লোকে---
ঘর আঁধার, বাইরে রোশনাই ;
যেন আলোয় আজও লেনিন ডাকে।
লেনিন শুধু লেনিন বলে লোকে
যেন শীতের আগুন হাতে লেনিন---
যেন চোখের জল শুকাতে লেনিন ;
সে ছাড়া আর ঝড়ের রাতে কে ?
সম্স্ত রাত পথ দেখাতে লেনিন।
লেনিন শুধু লেনিন বলে লোকে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 955