পাথরে পাথরে নাচে আগুন। আগুন হাতে
দ্যাখোরে মানুষ নাচে। নাচে রাত, শীত নাচে
পাথরে পাথরে নাচে : শীতের পাহাড় নাচে
রাতের পাহাড় নাচে। আগুনের মতো লাল
হাজার হাজার লাল পতাকা রাত শেষের
বন্দীর চোখে নাচে : নাচে রে, স্বপ্ন নাচে . . .
পাথরে পাথরে নাচে আগুন - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1081