তোর কি কোনো তুলনা হয় ?
তুই
চোখ বুজলে হিম সাগর, চোখ মেললে অনন্ত নীল আকাশ!
বুকের মধ্যে সমস্ত রাত তুষারে ঢাকা পাহাড়
সমস্ত দিন সূর্য ওঠার নদী . . .
তোর কি কোনো তুলনা হয় ?
তুই
ঘুমের মধ্যে জল ভরা মেঘ, জাগরণে জন্মভূমির মাটি!
তোর কি কোনো তুলনা হয় ? - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 746