মানুষরে তুই সমস্ত রাত জেগে
নতুন ক’রে পড়
জন্মভূমির বর্ণ পরিচয়!
পায়ের নীচে তোর
গভীর হচ্ছে চোরাবালির চেয়ে ভীষণ
ঘুমের শূন্যতা ;
তুই
সারা জীবন শিখলি পরের মুখের কথা
শুধুই কথা!
রাজেশ্বরী জননী তোর তাই উপোসে
রাত্রি কাটায়।
বোঝে না তোর মুখের ভাষা!
.
মানুষরে তুই সমস্ত রাত জেগে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1253