আমি দেখেছিলাম তাকে
মাটির সরায় আঁকা আমার মা।
মাথার ওপর কোজাগরীর আলো
পায়ের পদ্মে জলের যন্ত্রণা।
কোলের উপর লুটিয়ে দিলাম মাথা।
মাগো কোথায় শান্তি কোথায় সুখ ?
দেখিসনে তুই অনাহারের জ্বালা
চোখ চাইতে কাঁপে না তোর বুক ?
স্বপ্ন ভাঙলো ; তেরো নদীর জলে
বুক ডুবিয়ে ক্ষুধার মিছিল চলে॥
স্বপ্নে আমি দেখেছিলাম তাকে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Super User
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 881