গলে তিনি ছড়ান ওলাওঠা
কিন্তু যদি জড়িয়ে ধরো পা,
তিনিই আবার অসুখ সারান :
ডাইনি থেকে তখন ‘মা-ঠান’---
ভক্তিতে তাই শিউড়ে ওঠে গা!
হাসলে তিনি দারুণ উপোসে
উলঙ্গ দেশ খিলখিলিয়ে হাসে!
ওলাবিবি - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 441