রাজা রে রাজা।
বাদ্যি বাজা!

কার বাদ্যি ?
নিজের বাদ্যি।


রাণী বসেন সিংহাসনে
রাণী যান বনে
বসুমতী দু’ভাগ হলে
রাণী থাকেন মনে।


ঘরে এলেন মন্ত্রীমশাই
ভাবছি তাকে কোথায় বসাই ?
মাথায় বসাই ? বুকে বসাই ?
না-কি ভাঙা খাটেই বসাই ?


বড় কোটাল, মেজ কোটাল,
ছোট কোটালের ছা।
চেটেপুটে খেলি যাকে---
আমার ছেলে না ?

কেন দিস না রা।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়