ভ্রাতৃহত্যার প্রতিরোধে নিহত আমীর হোসেন চৌধুরীর স্মৃতিতে নিবেদিত

‘মারতে জানা যত সহজ
মরতে জানা তত সহজ নয়,
তাই কি ভাবিস ? তাই কি দেখাস ভয় ?

এইটুকু তো বুকের মণি
তাকেই আবার টুকরো করা চাই ?
ভুলেই গেছিস, ওরা আমার ভাই। 

মারতে জানা সত্যি সহজ
মরতে জানা আরও সহজ যে,
নে রে মূর্খ! আমার জীবন নে!’

এই ব’লে সে চ’লে গেল, রক্তে ভাসা বুকের মণি তার
কাঁপিয়ে দিল বুড়িগঙ্গার ভাগীরথীর পাষাণ
.                                                অন্ধকার॥

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়