মানুষখেকো বাঘেরা বড় লাফায়
হেঁড়ে গলায় ঘর দুয়ার কাঁপায়।
যখন তারা হাঁক পাড়ে, বাপস্ রে!
আকাশ যেন মাথায় ভেঙ্গে পড়ে ;
ভয়ের চোটে খোকাখুকুরা হাঁপায়!

মানুষখেকো বাঘেরা বড় লাফায় . . .

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়