চোখ রাঙালে না হয় গ্যালিলিও
লিখে দিতেন, ‘পৃথিবী ঘুরছে না।’
পৃথিবী তবুও ঘুরছে, ঘুরবেও ;
যতই তাকে চোখরাঙাও না।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়