ভাত

ভাতের থালায় এত কাঁটাঝোঁপ, দরজায় ঝনঝনি আওয়াজ
গরম বাতাসে আসছে গ্ৰাম্য ধুলো
ছোট ছোট শিশুরাও আজকাল দীর্ঘশ্বাস ফেলতে শিখে গেছে

খবরের কাগজে টাটকা রক্তের গন্ধ
চতুর্দিকে হুড়োহুড়ি পদশব্দ, দেয়ালে এত আঙুলের ছায়া
আঃ, নিরিবিলিতে বসে যে দুটি ভাত খাবো, তারও উপায় নেই।

<

Sunil Gangapadhyay।। সুনীল গঙ্গোপাধ্যায়