হা হা
 সত্যভূষণ রাহা
 যে কথাটা বললে তুমি
 সত্য বটে তাহা!
 চামচিকেরা ঝুলকালি খায়
 কেউ জানে না আহা!
 হো হো
 ইন্দুভূষণ গোহো
 এই কথাটা জানলে পরে
 ভাঙ্গবে তোমার মোহ!
 গাংচিলেরা নাসপাতি খায়
 কেউ জানে না ওহো!
কেউ জানে কি
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের ছড়া
 - Read Time: 1 min
 - Hits: 1243