শেষটা আমি ঠিক করেছি
 দেশটা করে বিক্রী
 গন্ডা কয়েক গড়িয়ে দেবো
 ফতেপুর সিক্রী
 আয় রে বাঙাল, আয়রে
 আয় রে কাঙাল, আয়রে
 দেনার দায়ে জন্মভূমি
 হলো তোদের ডিক্রী
 নাকের বদলে নরুন পেলি
 ফতেপুর সিক্রী।
ফতেপুর সিক্রী
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের ছড়া
 - Read Time: 1 min
 - Hits: 689