ইস্কাবনের বিবি রে
 জরুরী তাঁর কেল্লা
 বাইরে যে তার বাহার কত
 কত রঙের জেল্লা রে, কত ব্রাশের জেল্লা!
 – আহা বেশ বেশ বেশ!
 বিশ্ববাসীরা বলে, ও যে
 দুর্গাবতীর দুর্গ
 আর কিছুদিন সবুর করো
 হবে স্বর্গপুর গো, ভূ-ভারতের স্বর্গ!
 – আহা বেশ বেশ বেশ!
 সংশয়ীরা বলে, হবে
 দ্বিতীয় ক্রেমলিন
 নির্বিচারে বন্দীরা যার
 অন্তরালে লীন হে, অন্তরে বিলীন!
 – নাকি বেশ বেশ বেশ
 ভাগ্যে হঠাৎ পড়ল ধ্বসে
 মহৎ ত্রাসের কেল্লা
 নয় পাঠানের নয়কো লোহার
 ফাঁপা তাসের কেল্লা রে ফাঁকা তাসের কেল্লা!
 – হা হা বেশ বেশ বেশ
জরুরী জারি গান
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের ছড়া
 - Read Time: 1 min
 - Hits: 1448