কেউ বা ভোলে চোলাই মদে
কেউ বা ভোলে খোসামদে |
কেউ বা ভোলে নারীর কোলে
কেউ বা ভোলে মাছের ঝোলে |
             মনে রেখো এই কথাটি
             বেড়াল খোঁজে নরম মাটি |
কেউ বা ভোলে নগদ টাকায়
কেউ বা পায়ে তেল মাখায় |
কেউ বা ভোলে পদের মায়ায়
কেউ বা ভোলে রাজক্ষমতায় |
             এই কথাটি জেনো খাঁটি
             বেড়াল খোঁজে নরম মাটি |
বেড়াল খোঁজে নরম মাটি - অন্নদাশঙ্কর রায়
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের ছড়া
 - Read Time: 1 min
 - Hits: 168