বসন্তের দূত আমি বসন্তের শেষে
হেথা হতে যাব চলে অন্য কোনোখানে
সেখানেও মধু ঋতু রূপে গন্ধে গানে |
বসন্ত ফুরালে যাব বসন্তের দেশে |
যৌবনের দূত আমি যৌবনের শেষে
হেথা হতে চলে যাব অন্য কোনোখানে
সেখানেও নিত্য লীলা মাধবী বিতানে |
যৌবন পোহালে যাব যৌবনের দেশে |
এই তো কল্পনা ছিল জীবনপ্রভাতে
ছিল না তখন মনে সন্ধ্যার ভাবনা
যযাতির আয়ু আমি করিনি কামনা |
অপ্রার্থিত বর আজ নিই যোড়হাতে |
বসন্ত হয়েছে পার যৌবন নিঃশেষ
মরমে রয়েছে তবু মাধুর্যের রেশ |
বসন্তের দূত - অন্নদাশঙ্কর রায়
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের কবিতা
 - Read Time: 1 min
 - Hits: 2259