হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
          বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা    আমারি এ আপন কথা--
          ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥
          বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
          জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।
আজকে দেখি পরান-মাঝে,   তোমার গলায় সব মালা যে--
          সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
             সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর