আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে– তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে॥ যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো– একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে॥ আপন মনের অন্ধকারে ঢাকল যারা আমি তাদের মধ্যে আপনহারা। ছুঁইয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো– নয়ন আমার ছুটেছে তার আলো-করা মুখের পানে॥<
আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 181