নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে-- তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥ ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥ তোমার সুধারসের ধারা গহনপথে এসে ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে। শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥<
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 281