নিশা-অবসানে কে দিল গোপনে আনি
তোমার বিরহ-বেদনা-মানিকখানি ॥
          সে ব্যথার দান রাখিব পরানমাঝে--
          হারায় না যেন জটিল দিনের কাজে,
                   বুকে যেন দোলে সকল ভাবনা হানি ॥
চিরদুখ মম চিরসম্পদ হবে,
চরম পূজায় হবে সার্থক কবে।
          স্বপনগহন নিবিড়তিমিরতলে
          বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে,
                   সেই তো নীরব তব আহ্বানবাণী ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর