দিন অবসান হল। আমার আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো॥ অন্ধকারের বুকের কাছে নিত্য-আলোর আসন আছে, সেথায় তোমার দুয়ারখানি খোলো॥ সব কথা সব কথার শেষে এক হয়ে যাক মিলিয়ে এসে। স্তব্ধ বাণীর হৃদয়-মাঝে গভীর বাণী আপনি বাজে, সেই বাণীটি আমার কানে বোলো॥<
দিন অবসান হল
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 211