যেথায় তোমার লুট হতেছে ভুবনে সেইখানে মোর চিত্ত যাবে কেমনে?। সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা, অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে॥ যেথায় তুমি বস দানের আসনে, চিত্ত আমার সেথায় যাবে কেমনে। নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, সেথা কি ডাক পড়বে না গো জীবনে?।<
যেথায় তোমার লুট হতেছে ভুবনে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 236