রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
       বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে॥
          সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী
     শেষক্ষণে দেন যেন তিনি    নবজীবনের মুখ চুমে॥
            এই নিশীথের স্বপ্নরাজি
          নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।
       বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে
     বধূবেশে সেই যেন সাজে  নবদিনে চন্দনে কুঙ্কুমে॥ 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর