যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে; তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে ॥ দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে; কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?। যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে-- শেষে দেখি হায় ভেঙে সব যায়, ধুলা হয়ে যায় ধুলাতে। সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখপাথারে-- রবি শশী তারা কোথা হয় হারা, দেখিতে না পাই তোমারে ॥<
যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 175