সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। সবারে ডাকিয়া কহিব যে দিন পাব তব পদরেণুকণা॥ তব আহ্বান আসিবে যখন সে কথা কেমনে করিব গোপন ॥ সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা॥ যত মান আমি পেয়েছি যে কাজে সে দিন সকলই যাবে দূরে, শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে। পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখভাবে ভবসংসারবাতায়নতলে বসে রব যবে আনমনা॥<
সকল গর্ব দূর করি দিব
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 242