লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান--
রাখো তব কৃপাচোখে, রাখো তব স্নেহকরতলে।
রাখো তারে আলোকে, রাখো তারে অমৃতে,
রাখো তারে নিয়ত কল্যাণে, রাখো তারে কৃপাচোখে,
              রাখো তারে স্নেহকরতলে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর