ডাকিল মোরে জাগার সাথি। প্রাণের মাঝে বিভাস বাজে, প্রভাত হল আঁধার রাতি॥ বাজায় বাঁশি তন্দ্রা-ভাঙা, ছড়ায় তারি বসন রাঙা– ফুলের বাসে এই বাতাসে কী মায়াখানি দিয়েছে গাঁথি॥ গোপনতম অন্তরে কী লেখনরেখা দিয়েছে লেখি ! মন তো তারি নাম জানে না, রূপ আজিও নয় যে চেনা, বেদনা মম বিছায়ে দিয়ে রেখেছি তারি আসন পাতি॥<
ডাকিল মোরে জাগার সাথি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 191