হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে, প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥ গগনে গগনে হেরো দিব্য নয়নে কোন্ মহাপুরুষ জাগে মহাযোগাসনে-- নিখিল কালে জড়ে জীবে জগতে দেহে প্রাণে হৃদয়ে ॥<
হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 428