স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝে--
    পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে ॥
ক্রন্দন উঠিছে প্রাণে,        মন শান্তি নাহি মানে,
      পথ তবু নাহি জানে আপন আঁধারে ॥
ধিক ধিক জনম মম,          বিফল বিষয়শ্রম--
    বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার।
সন্তাপে হৃদয় দহে,          নয়নে অশ্রুবারি বহে,
    বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর