ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,
আজ   হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি॥
আমার   গান যে তোমার গন্ধে মিশে   দিশে দিশে
                   ফিরে ফিরে ফেরে গুঞ্জরি॥
     পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়
তোমার     গন্ধ-সাথে আপন আলো মাথায়।
     ওই      দখিন-বাতাস গন্ধে পাগল   ভাঙল আগল,
                   ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর