এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে,
     প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে॥
     অন্তরে কালো ছায়া পড়ে আঁকা
     বিমুখ মুখের ছবি মনে রয় ঢাকা,
          দুঃখের সাথি তারা ফিরিছে সাথে॥
কেন দিলে না মাধুরীকণা,   হায় রে কৃপণা।
     লাবণ্যলক্ষ্মী বিরাজে,   ভুবনমাঝে,
          তারি লিপি দিলে না হাতে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর