আলোর অমল কমলখানি কে ফুটালে, নীল আকাশের ঘুম ছুটালে॥ আমার মনের ভাব্নাগুলি বাহির হল পাখা তুলি, ওই কমলের পথে তাদের সেই জুটালে॥ শরতবাণীর বীণা বাজে কমলদলে। ললিত রাগের সুর ঝরে তাই শিউলিতলে। তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ ক্ষেতে, বনের প্রাণে মর্মরানির ঢেউ উঠালে॥<
আলোর অমল কমলখানি কে ফুটালে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 217