বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
            তোমায়   ডাকব না তো ফিরে।
        করব তোমায় কী সম্ভাষণ,     কোথায় তোমার পাতব আসন
            পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥
তুমি    আপনি যখন আসো তখন    আপ্‌নি কর ঠাঁই--
            আপনি কুসুম ফোটাও, মোরা    তাই দিয়ে সাজাই।
        তুমি যখন যাও চলে যাও    সব আয়োজন হয়-যে উধাও--
            গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর