পুষ্প ফুটে কোন্‌ কুঞ্জবনে
          কোন্‌ নিভৃতে ওরে, কোন্‌ গহনে।
     মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে॥
বন্ধুহারা মম অন্ধ ঘরে   আছি বসে অবসন্নমনে,
উৎসবরাজ কোথায় বিরাজে   কে লয়ে যাবে সে ভবনে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর