বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ। আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥ স্বপ্নশেষের বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥ বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ, যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ। চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ॥<
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 296