নমো নমো, হে বৈরাগী।
          তপোবহ্নির শিখা জ্বালো জ্বালো,
              নির্বাণহীন নির্মল আলো
                   অন্তরে থাক্‌ জাগি॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর