গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে, কেন গো মিছে জাগাবে ওরে॥ এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা জলের রেখা, না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে॥ নাহয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারে মনের কথা শয়নদ্বারে। নাহয় রেখো মালতীকলি শিথিল কেশে নীরবে এসে, নাহয় রাখী পরায়ে যেয়ো ফুলের ডোরে। কেন গো মিছে জাগাবে ওরে॥<
গহন রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 233