শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায় সাথিহারা ঘরে মন আমার প্রবাসী পাখি ফিরে যেতে চায় দূরকালের অরণ্যছায়াতলে॥ কী জানি সেথা আছে কিনা আজও বিজনে বিরহী হিয়া নীপবনগন্ধঘন অন্ধকারে-- সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায়॥ হায়, জানি সে নাই জীর্ণ নীড়ে, জানি সে নাই নাই। তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়-- ডাকে তবু হৃদয় মম মনে-মনে রিক্ত ভুবনে রোদন-জাগা সঙ্গীহারা অসীম শূন্যে শূন্যে॥<
শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 223