যৌবনসরসীনীরে মিলনশতদল
কোন্‌   চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
     শরমরক্তরাগে   তার   গোপন স্বপ্ন জাগে,
     তারি   গন্ধকেশর-মাঝে
                   এক   বিন্দু নয়নজল॥
          ধীরে বও ধীরে বও, সমীরণ,
              সবেদন পরশন।
     শঙ্কিত চিত্ত মোর   পাছে ভাঙে বৃন্তডোর--
     তাই   অকারণ করুণায়   মোর   আঁখি করে ছলোছল॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর