যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে। সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥ আজ কেন মোর পড়ে মনে কখন্ তারে চোখের কোণে দেখেছিলেম অফুট প্রদোষে-- সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥ আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে, রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে। শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে, সব আবরণ যাবে যে খসে। সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥<
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 210