যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল।
যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল॥
রাঙা হল বসন ভূষণ, রাঙা হল শয়ন স্বপন–
মন হল কেমন দেখ্ রে, যেমন রাঙা কমল টলমল॥
যা ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হল
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 174