পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে॥ বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ, সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে। চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর, বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর। সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজে রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ডালে॥<
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 170