নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।
জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরম-বেদনা॥
    চোখে চোখে সদা রাখিবারে সাধ--  পলক পড়িল, ঘটিল বিষাদ।
    মেলিতে নয়ন মিলালো স্বপন    এমনি প্রেমের ছলনা॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর