ধরা সে যে দেয় নাই, দেয় নাই,
    যারে আমি আপনারে সঁপিতে চাই।
        কোথা সে যে আছে সঙ্গোপনে
            প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে॥
                এসো মম সার্থক স্বপ্ন,
                    করো মোর যৌবন সুন্দর,
                        দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।
ঘুচাও বিষাদের কুহেলিকা,
    নব প্রাণমন্ত্রের আনো বাণী।
        পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা
            আঁধারে আঁধারে খোঁজে ভাষা
                শূন্যে পথহারা পবনের ছন্দে,
                    ঝরে-পড়া বকুলের গন্ধে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর